লাল নীল এ শহরে জ¦লে থাকে লক্ষ লক্ষ বাতি
মাঝরাতে ট্রেন থামে ‘পূর্বশা’ বিমানবন্দরে
গলিমুখে টুংটাং টুংটাং রিক্সা যায় যাত্রী ধরে
এইমাত্র ছেড়ে গেল নৈশকোচ নগর মহানগর
রাখে কে কার খবর
লাশকাটা ঘরে পচে কার লাশ
আছে কি স্বাস্থ্য মন্ত্রকে তাদের খবর
এ এক অদ্ভুত আলো জ¦লে জলাগ্নির পরে
তুবু কেন ভুতুড়ে লাগে জনঘন নগর মহাল।